ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চাকরির প্রলোভনে ধর্ষণ: দুজন রিমান্ডে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাকরির প্রলোভনে ধর্ষণ: দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। যাদের রিমান্ডে নেয়া হয়েছে তারা হলেন- শাহীন ফরাজী এবং মো. সেন্টু।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পুলিশ পরিদর্শক সেলিম হোসেন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ওই তরুণী এবং তার বাবা গত ২৮ আগস্ট সকালে মোহাম্মদপুরে তার চাচার সঙ্গে দেখা করার জন্য আসে। বাসা না চেনায় তারা এদিক-সেদিক ঘোরাঘুরি করছিলেন। পরে সেন্টু তাদের বাসায় নিয়ে যান। সেখানে তারা শাহীন ফরাজীকে দেখেন। আসামিরা বাবা-মেয়েকে চাকরি দেয়ার প্রলোভন দেখান এবং থাকতে দেন। পরে তারা দুজনে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরের দিনও ধর্ষণ করা হয়।

মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার মূল রহস্য উদঘাটন, ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না তা নিশ্চিত হওয়ার লক্ষ্যে আসামিদের রিমান্ড মঞ্জুরের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আসামিদের পক্ষে মো. আলমগীর রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।

এদিকে, ধর্ষণের ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ৩০ আগস্ট মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।


রাইজিংবিডি/ঢাকা/৩১ আগস্ট ২০১৯/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়