ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘চামড়ার দাম নিয়ে কারসাজি হ‌লে ব্যবস্থা’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ১৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘চামড়ার দাম নিয়ে কারসাজি হ‌লে ব্যবস্থা’

জ্যেষ্ঠ প্রতিবেদক : চামড়ার দাম নি‌য়ে কারসা‌জি হ‌লে জ‌ড়ি‌তদের বিরু‌দ্ধে ব্যবস্থা নেয়ার কথা জা‌নি‌য়ে‌ছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঈ‌দুল আজহার সরকা‌রি ছু‌টি শে‌ষে অ‌ফিস খোলার প্রথম ‌দি‌নে বুধবার স‌চিবাল‌য়ে সাংবা‌দিক‌দের তি‌নি এ কথা ব‌লেন।

মন্ত্রী ব‌লেন, চামড়ার দাম নিয়ে সিন্ডিকেটের কারসাজি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে ‌সি‌ন্ডি‌কে‌টের কারসা‌জি হ‌লে কেউ রেহাই পাবে না।

তি‌নি ব‌লেন, চামড়ার দাম নি‌য়ে যার বিরুদ্ধে যতটুকু অপরাধের প্রমাণ পাওয়া যাবে তার বিরুদ্ধে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

চামড়ার দাম নি‌য়ে কারসা‌জিতে আওয়ামী লীগ জ‌ড়িত বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন অভিযোগের জবা‌বে ওবায়দুল কাদের বলেন, কার কারসাজির জন্য চামড়ার সমস্য হয়েছে এর তথ্যপ্রমাণ থাকলে দেন। বিরোধীদলের পুরনো অভ্যাসই হচ্ছে ঢালাওভাবে অভিযোগ করা। বাস্তবে তাদের কোনো ইতিবাচক কাজ নেই, সব সময় নেতিবাচক কথা বলাই তা‌দের কাজ। তাই সরকারের সামান্য কিছু পেলেই সেটাকে নিয়ে তারা বিষোদগার করতে থাকে।

তি‌নি ব‌লেন, ‘‘ঈদের পর মাত্র একদিনের মাথায় এটা নির্ণয় করা সম্ভব? এখন আমরা খ‌তি‌য়ে দেখছি, এটা সি‌ন্ডি‌কে‌টের কারসা‌জি কি না? প্রমাণ পে‌লে ব্যবস্থা নেব।’’

এর আ‌গে মন্ত্রী কর্মকর্তা-কর্মচারী‌দের স‌ঙ্গে ঈ‌দের শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেন।

 

রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৯/নঈমুদ্দীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়