ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চার ম্যাচ নিষিদ্ধ আর্সেনাল কোচ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৩, ২৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চার ম্যাচ নিষিদ্ধ আর্সেনাল কোচ

ক্রীড়া ডেস্ক: ম্যাচ অফিসিয়ালের সঙ্গে অশোভন আচরনের জন্য ডাগআউট নিষেধাজ্ঞা পেয়েছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার।

বার্নলির বিপক্ষে চতুর্থ ম্যাচ অফিসিয়ালের সঙ্গে অপেশাদার আচরণের জন্য চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ওয়েঙ্গার। এছাড়া ম্যাচ অফিসিয়াল অ্যান্থনি টেইলের সঙ্গে বাজে আচরণের কারণে ২৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে আর্সেনাল কোচকে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ওই ম্যাচে বার্নলির বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল আর্সেনাল। তবে সদ্য পাওয়ায় এ নিষেধাজ্ঞার কারণে আগামী ৪ ফ্রেবুয়ারি চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও ডাগআউটে থাকতে পারবেন না তিনি।

বার্নলির বিপক্ষে ম্যাচ শেষে ওয়েঙ্গার বলেন, ‘আমি সবকিছুর জন্য অনুতপ্ত। আমার উচিত ছিল চুপ থেকেই ঘরে ফিরে যাওয়া। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি। এটা তেমন খারাপ কিছু ছিল না। আমি এমন কিছু বলেছিলাম যা আপনারা প্রতিনিয়তই আমার কাছ থেকে শুনে থাকেন। ১০টি সিদ্ধান্তের ৯টিই কখনো আপনার প্রতিকূলে যেতে পারে না। তবে এর জন্য প্রতিবাদ না করে আমাকে চুপ করেই চলে যাওয়া উচিত ছিল।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়