ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চাহারে অসহায় পাঞ্জাব, ধোনিদের সামনে লক্ষ্য ১০৭

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:৩৯, ১৬ এপ্রিল ২০২১
চাহারে অসহায় পাঞ্জাব, ধোনিদের সামনে লক্ষ্য ১০৭

নিজেদের প্রথম ম্যাচে বোলিংয়ের কারণে ১৮৮ রান করেও হেরেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ম্যাচ আসতেই জ্বলে উঠলেন তার দলের বোলাররা। তাতেই কুপোকাত পাঞ্জাব কিংস।

শুক্রবার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার ৮ উইকেট হারিয়ে ১০৬ রান করে পাঞ্জাব। ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে একাই ৪ উইকেট নেন দীপক চাহার।

পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন রাহুল-গেইলরা। দীপকের তোপে ৫ ওভার শেষ না হতেই ২৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব।

পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লোকেশ রাহুল- ক্রিস গেইলরা। দুই ওপেনার রাহুল-মায়াঙ্ক আগারওয়াল ফেরেন ৫ ও ০ রান করে। ১০ রান করে আসে গেইল- দীপক হুদার ব্যাট থেকে। ক্যারিবিয়ান ব্যাটসম্যান নিকোলাস পুরান ফেরেন ০ রানে।

সতীর্থদের আসা যাওয়ার মিছিলে একাই লড়েছেন শাহরুখ খান। তিনি ৩৬ বলে ৪টি চার ও ২টি ছয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন। এ ছাড়া ঝাই রিচার্ডসন করেন ১৫ রান।

দীপক চাহার সর্বোচ্চ ৪ উইকেট নেন। ১টি করে উইকেট নেন স্যাম কারান, মঈন আলী, ডুয়াইন ব্র্যাভো।

 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়