ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চুরির অপবাদে এতিমখানার ছাত্রকে পিটিয়ে আহত

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ২২ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চুরির অপবাদে এতিমখানার ছাত্রকে পিটিয়ে আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মোবাইল চুরির অপবাদ দিয়ে লিয়ন (১১) নামে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছেন মাদ্রাসা সুপার।

বৃহস্পতিবার রাতে ওই ছাত্রকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই ছাত্রের মায়ের অভিযোগ, মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে পীরগঞ্জ উপজেলার বীরহলী এতিমখানা মাদ্রাসার সুপার আবুল বাশার আমার ছেলে লিয়নকে বুধবার সন্ধ্যায় পিটিয়ে এতিমখানা থেকে বের করে দেন। রাতে মাদ্রাসার পিছনে রাত কাটায় লিয়ন। পরদিন  মাদ্রাসার কয়েকজন ছাত্র তাকে তার নানা বাড়িতে পৌঁছে দেয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান, অভিযুক্ত শিক্ষককে আটকের জন্য অভিযান চলছে।




রাইজিংবিডি/ঠাকুরগাঁও/২২ সেপ্টেম্বর ২০১৭/তানভীর হাসান তানু/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়