ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চুয়াডাঙ্গায় ভিক্ষুকদের তালিকা তৈরি চলছে

এম এ মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চুয়াডাঙ্গায় ভিক্ষুকদের তালিকা তৈরি চলছে

চুয়াডাঙ্গা  প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য তাদের তালিকা তৈরির কাজ চলছে।

আজ শুক্রবার বাদ জুমা চুয়াডাঙ্গার কোর্ট জামে মসজিদে লিফলেট বিতরণ এবং ১৩ জন ভিক্ষুকের নাম তালিকাভুক্ত করতে দেখা যায়।

চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা জেলাকে ভিক্ষুকমুক্ত করতে আজ বাদ জুমা জেলা শহরের মসজিদে মসজিদে ভিক্ষুকদের তালিকা  প্রণয়নের কাজ করা হয়েছে।

তিনি আরো জানান, জেলায় অনেক অভ্যাসগত ভিক্ষুক রয়েছেন, যারা ভিক্ষার পেশা ছাড়ছেন না। বর্তমানে তাদের তালিকা করা হচ্ছে। এই তালিকা তৈরি শেষে তাদের পুনর্বাসন করা হবে।

সরকারের উদ্যোগ সফল করতে গোটা জেলায় এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।



রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/২৮ এপ্রিল ২০১৭/এম এ মামুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়