ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চেলসি-লিভারপুল ম্যাচে জিতেনি কেউ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৬, ১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চেলসি-লিভারপুল ম্যাচে জিতেনি কেউ

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে মুখোমুখি হয় দুই জায়ান্ট দল চেলসি এবং লিভারপুল। চলতি মৌসুমে শিরোপার দৌড়ে এগিয়ে তারা।লিভারপুলের মাঠ আনফিল্ডে গতকালের লড়াইয়ে জয় পায়নি কোনো দলই। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১-১ ব্যবধানের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে শক্তিশালী এই দুই প্রতিপক্ষকে।

 

ইংলিশ লিগে নিজের শততম ম্যাচে গোল পান ডেভিড লুইজ। কিন্তু শততম ম্যাচে গোল পেলেও জয় দিয়ে তা স্মরণীয় করে রাখতে পারেননি ব্রাজিলিয়ান এ তারকা। অন্যদিকে নিজেদের গোলরক্ষক সিমোন মিগনোলেতের অসাধারণ নৈপুণ্যে হার থেকে রক্ষা পায় স্বাগতিক লিভারপুল।

আনফিল্ডে বল মাঠ গড়ানোর ২৪ মিনিটে ডেভিড লুইজের চমৎকার গোলে এগিয়ে যায় চেলসি। ফ্রি কিক থেকে দলকে সাফল্য এনে দেন তিনি। পাঁচ মিনিট পর চেলসি ফ্রি কিক পেলে এবার উইলিয়ানের শটে পা ছোঁয়াতে পারেননি লুইজ। প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক লিভারপুল।

বিশ্রাম শেষে ম্যাচের ৫৭ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান ভিনালডাম। এ সময় জেমন মিলনারের হেডে চেলসির জাল কাঁপান ভিনালডাম।

৭৪তম মিনিটে খলনায়ক হতে বসেছিলেন ভিনালডাম। ডি বক্সে   দিয়েগো কস্তাকে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। নিজেই শট নেন স্প্যানিশ স্ট্রাইকার। বাঁ দিকে ঝাঁপিয়ে আবারও লিভারপুলের ত্রাতা মিগনোলেত।

ম্যাচের বাকি সময় দু’দল গোলের বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। ফলে ১-১ ব্যবধানে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

এ ড্রয়ে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চেলসি। অন্যদিকে চার নম্বরে থাকা লিভারপুলের ভান্ডারে রয়েছে ৪৬ পয়েন্ট।




রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৭/শামীম/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়