ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছাত্রদলের কাউন্সিলে নিষেধাজ্ঞা

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রদলের কাউন্সিলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের কাউন্সিলের ওপর আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন।

বৃহস্পতিবার ঢাকার চতুর্থ সহকারী জজ নুসরাত জাহান বীথির আদালত সদ্য বিদায়ী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকার জেলা জজ আদালতের নাজির মো. তরিকুল বলেন, আজ ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে আমান উল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ছাত্রদলের আগামী ১৪ সেপ্টেম্বরের কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে অস্থায়ী নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খায়রুল কবীর খোকনসহ দলের ১০ নেতাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

তিনি বলেন, সন্ধ্যায় জরুরি ভিত্তিতে আদালতের নোটিশ আমাদের নেজারত শাখায় দেওয়া হয়েছে। নোটিশটি নিয়ে জারিকারক মোহাম্মদ মামুন নয়াপল্টনে বিএনপি অফিসে গেছেন  বলেও তিনি জানান।

আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিল হওয়ার কথা ছিল।  এদিকে কাউন্সিলের ওপর আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি জানার পর কাউন্সিল পরিচালনা কমিটি গুলশানে বৈঠকে বসেছেন।


রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৯/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়