ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ছাত্রলীগের সমাবেশে আসার পথে সংঘর্ষ, আহত ৫

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ১৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রলীগের সমাবেশে আসার পথে সংঘর্ষ, আহত ৫

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ছাত্রলীগের সভাপতির অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

আশাশুনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল বলেন, ‘‘সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ আসায় আশাশুনী ছাত্রলীগ ১৪টি বাস নিয়ে সদর উপজেলা পরিষদের সামনে আসলে আশাশুনী উপজেলার আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন বাধা দেন। তারা ছাত্রলীগের নেতা-কমীদের বিভক্ত করে আলাদা মিছিল নিয়ে সমাবেশ স্থলে যেতে বলেন। আমি বাধা দিলে চেয়ারম্যান ও তার লোকজন আমাদের নেতা-কর্মীদের মারধর করে আহত করেন। চেয়ারম্যান তার নিজের লাইসেন্সকৃত অস্ত্র উঁচিয়ে গুলি করতে উদ্যত হন। ছাত্রলীগ কর্মী আশিক ও সবুজকে বেদম মারপিট করেন চেয়ারম্যানের লোকজন।’

আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম লিটন বলেন, ‘আমার ইউনিয়ন থেকে জেলা ছাত্রলীগের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ছয়টি বাসে ছাত্রলীগের নেতা-কর্মীরা আসে। তারা সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছালে বিপুলের নেতৃত্বে আমাদের উপর হামলা চালানো হয়। এতে আমি নিজে বাধা দিলে বিপুলের নেতৃত্বে আমার ও আমার নেতা-কর্মীর উপর হামলা চালানো হয়। আমি নিজে, শওকত, জহুরুল ইসলামসহ বেশ কয়েকজনকে বেধম মারপিট করে আহত করে তারা।’

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



রাইজিংবিডি/সাতক্ষীরা/১৮ এপ্রিল ২০১৭/এম শাহীন গোলদার/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়