ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ছাত্রীর যৌন হয়রানি, রাবি শিক্ষকের শাস্তি দাবি

মেহেদী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ৩০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রীর যৌন হয়রানি, রাবি শিক্ষকের শাস্তি দাবি

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) দুই ছাত্রীকে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ওই শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খুর্শিদ রাজীবের সঞ্চালনায় চতুর্থ বর্ষের শিক্ষার্থী শর্মিলা মন্ডল, আতিক, নুর মোহাম্মদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ ঢালি, তানিয়া সরকার, আতিফা হক শোমা প্রমুখ বক্তব্য দেন।

অভিযুক্ত শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে তারা বক্তারা বলেন, ‘‘আমরা লক্ষ্য করছি দেশের বিভিন্ন স্থানে নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতিতে কেউ মুখ খুলতে পারছে না জীবনের ভয়ে। যৌন হয়রানির শিকার ওই দুই ছাত্রী আজ ভয়ে হল থেকে বের হতে পাচ্ছে না। পিতা-মাতার পরেই আমরা শিক্ষকদের নিরাপদ মনে করি। কিন্তু সেই শিক্ষক দ্বারাই যৌন হয়রানির শিকার হচ্ছি। তাহলে আমরা নিরাপদ কোথায়?’

গত মঙ্গলবার দুপুরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্তের অভিযোগ করেন চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী। পরে ওই দিনই দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে উত্ত্যক্তের মৌখিক অভিযোগ করেন। পরে বৃহস্পতিবার বিকেলে ডাকযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইইআর পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় জরুরি সভায় বিষ্ণুকুমার অধিকারীকে দ্বিতীয় ও চতুর্থ বর্ষের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।

 

রাইজিংবিডি/রাজশাহী/৩০ জুন ২০১৯/মেহেদী হাসান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়