ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছিটকে গেলেন আজহার, পাকিস্তানের অধিনায়ক হাফিজ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছিটকে গেলেন আজহার, পাকিস্তানের অধিনায়ক হাফিজ

মোহাম্মদ হাফিজ

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটের কারণে দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না পাকিস্তানের অধিনায়ক আজহার আলী।

প্রথম ম্যাচের আগে ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসা সহ-অধিনায়ক সফফরাজ আহমেদও দলে নেই। মেলবোর্নে রোববার দ্বিতীয় ম্যাচে তাই পাকিস্তানকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

এবারের অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর শুক্রবার প্রথম ওয়ানডেতেও ৯২ রানের বড় ব্যবধানে হারে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে শেষ ৯ ওয়ানডের সব কটিতেই হেরেছে পাকিস্তান। সব ফরম্যাট মিলিয়ে হেরেছে টানা ১৬ ম্যাচ।

অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে পাকিস্তান সবশেষ জিতেছিল ২০০৫ সালে, ওয়ানডেতে। অস্ট্রেলিয়ায় দীর্ঘ জয়-খরা কাটাতে তাই মরিয়া পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কি ভাগ্য ফিরবে সফরকারীদের?

ইতিহাস বলছে, মেলবোর্নে ২০১২ সালের পর থেকে কোনো ওয়ানডে হারেনি অস্ট্রেলিয়া। এরপর নয় ম্যাচের সব কটিতেই তারা জিতেছে। সংখ্যাটাকে কাল নিশ্চয় দুই অঙ্কে নিয়ে যেতে চাইবে স্টিভেন স্মিথের দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়