ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জঙ্গিবাদ মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ৭ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গিবাদ মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

তিনি বলেছেন, ‘পাকিস্তান একটি জঙ্গি রাষ্ট্র। পাকিস্তান বিশ্বে জঙ্গি-সন্ত্রাস রপ্তানি করতে চায়। আমাদের সচেতন থাকতে হবে। জঙ্গিবাদ মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই নিউজ’ আয়োজিত ‘মাদক ও জঙ্গি হটাও : নদী বাঁচাও মানুষ বাঁচাও’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘আমাদের দেশের অর্থনীতি ও রাজনৈতিক অবস্থা ধ্বংস করার জন্য পাকিস্তান উঠেপড়ে লেগেছে। আমরা সারা বিশ্বে বিভিন্ন জিনিস রপ্তানি করি আর পাকিস্তান রপ্তানি করে জঙ্গি। তাই আমাদের যুব সমাজের সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘পাকিস্তানকে কখনোই বন্ধু হিসেবে মনে করা উচিত না। যারা মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশের লাখো মানুষ হত্যা করেছে, তাদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব হতেই পারে না। তাদের ধ্বংস করতে আমাদের যা যা করণীয় আমরা তা করব।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ২০১৫ সালে ৯২ দিন সারা দেশে ধর্মের নামে অগ্নিকাণ্ড, সন্ত্রাস, পেট্রোল বোমা, কোরআন শরিফ পোড়ানো থেকে শুরু করে বাসের মধ্যে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। সবকিছুই করেছে ইসলাম ধর্মের নামে। অথচ ইসলাম ধর্মে এই ধরনের জঘন্য কাজ করার কথা কোথাও লেখা নেই।’

মন্ত্রী বলেন, ‘তখন অনেকেই ভেবেছিল যে, শেখ হাসিনা সরকারের পতন হবে। কিন্তু আল্লাহর রহমতে তেমন কিছুই হয়নি। বেগম খালেদা জিয়া বলেছিলেন, বিজয় না নিয়ে ঘরে ফিরবেন না। বিভিন্ন শ্রেণির মানুষ যখন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন শুরু করে তখন তিনি ৯২ দিন পরে ঘরে ফিরে যেতে বাধ্য হন।’

তিনি বলেন, ‘যারা কোরআন পোড়ায়, মানুষ পোড়ায় তারা কি মুসলমান? না, তারা মুসলমান না। তাই আল্লাহ তায়ালা তাদের আন্দোলন অকার্যকর করে দিয়েছেন।’

শাজাহান খান বলেন, ‘আমরা ছোটবেলায় প্রতিদিন স্কুলে শপথ নিতাম ভালো কাজ করার জন্য। ঠিক তেমনি এখন আমাদের সবার প্রতিদিন শপথ নিতে হবে, জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাটের সভাপতি ও ডিইউ অ্যালামনাই নিউজের সম্পাদক আলী নিয়ামত, ক্যাটের মহাসচিব শাহাদাত হোসেন চৌধুরী ইমরান, ক্যাটের উপদেষ্টা মো. শাজাহান সাজু, কবি আসলাম সানী প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৭ মে ২০১৭/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়