ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘জনদুর্ভোগ সৃষ্টি করবেন না’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ২৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জনদুর্ভোগ সৃষ্টি করবেন না’

 জ্যেষ্ঠ প্রতিবেদক : সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘৭ কলেজ অধিভুক্তির বিষয় শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনের বিষয়ে আমরা সজাগ আছি। বিষয়টি প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছি। তিনি আসলে যৌক্তিক বাস্তবসম্মত বিষয়টি বিবেচনা করবেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডন সফরে রয়েছেন। সফর শেষে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। কিন্তু এর আগে রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট দেবেন না। জনদুর্ভোগ সৃষ্টি করবেন না।’

সেতুমন্ত্রী বলেন, ‘শিক্ষামন্ত্রীর স্বামী গুরুতর অসুস্থ। তারপরও তিনি দু-একদিনের মধ্যে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। কাজেই আলাপ-আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান করা যায়, সেখানে পথ অবরোধ করে জনগণকে দুর্ভোগে ঠেলে না দেয়ার পরামর্শ দিচ্ছি।’

ঢাকার রাস্তায় বোমা সাদৃশ বস্তু- এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কোনো ষড়যন্ত্র আছে কি না, একটার সঙ্গে আরেকটার যোগসূত্র আছে কি না গভীরভাবে দেখা হচ্ছে।’

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়