ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জবি রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৬ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবি রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ক্যাম্প ও ব্যাজ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এ ক্যাম্প ২৮ অক্টোবর শেষ হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জবি রোভার ইন-কাউন্সিলের সাবেক সভাপতি আল আমিন।

জানা যায়, গাজীপুরের বাহাদুরপুরে অবস্থিত রোভার পল্লীতে ২৭ অক্টোবর তাঁবুজলসা এবং ২৮ অক্টোবর দীক্ষা ও ব্যাজ প্রদান অনুষ্ঠানের মাধ্যমে তিনদিন ব্যাপী এ ক্যাম্পের সমাপ্তি হবে। এ বছর জবি রোভার স্কাউট গ্রুপ থেকে ৯০ জন নতুন সহচর দীক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্ব স্কাউট আন্দোলনের সদস্যপদ লাভ করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় কমিশনার প্রোগ্রাম মো : আতিকুজ্জামান, রোভার স্কাউট লিডার ও রোভার স্কাউট সদস্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জবি রোভার ইন-কাউন্সিলের সভাপতি মো: আরিফুল ইসলাম।



রাইজিংবিডি/ঢাকা/২৬ অক্টোবর ২০১৭/আশরাফুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়