ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জবিকে অত্যাধুনিক ক্যাম্পাস দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিকে অত্যাধুনিক ক্যাম্পাস দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অত্যাধুনিক ক্যাম্পাস করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গণভবনে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকটের কথা উঠলে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

জবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

জবি শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম জানান, গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের পরিচয়ের সময় জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকটের চিত্র তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে কেরাণীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ করা হবে।

জবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, কেরাণীগঞ্জে সকল সুবিধাসম্বলিত একটি আধুনিক ক্যাম্পাস গড়ে তোলা হবে। সেখানে ছাত্র-শিক্ষকদের আবাসন সুবিধা, একাডেমিক ভবন, ভিসি ভবন, টিএসসি, পাঠাগার ও গবেষণাগারসহ যাবতীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৭/আশরাফুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়