ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জবিতে ক্রীড়া অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিতে ক্রীড়া অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শারীরিক শিক্ষাকেন্দ্রের উদ্যোগে পঞ্চম বার্ষিক ক্রীড়া অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান।

দুই দিনব্যাপী বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে অংশ নেবে শিক্ষার্থীরা। এগুলোর মধ্যে রয়েছে দৌড়, লং জাম্প, হাই-জাম্প, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ ও গোলোক নিক্ষেপ। ১৯টি পর্বে ২০০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

অ্যাথলেটিকস ও সাঁতার ক্রীড়া উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল বাকী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৭/আশরাফুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়