ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিকসহ আহত ১৫

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ৮ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিকসহ আহত ১৫

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের অতর্কিত হামলায় পাঁচ সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত আটজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী ছাত্রলীগের হামলার প্রতিবাদে প্রতিগতিশীল ছাত্রজোট ব্যানারে রোববার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরের সামনে সমাবেশ শুরু করলে ছাত্রলীগের কর্মীরা অতর্কিত হামলা চালায়। অ্যাকাউন্টিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ, গণিত বিভাগের ১১তম ব্যাচের পরাগ, ইতিহাস বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী নূরে আলম নেতৃত্বে ছাত্রলীগের ১৫-২০ জনের একটি দল হামলায় অংশ নেয়। হামলায় সাংবাদিকসহ ১৫ জন আহত হয়।

গুরুতর আহত দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক লতিফুল ইসলাম, আমার সংবাদের আসলাম অর্ক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি কিশোর কুমার সরকার, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি, সাংগাঠনিক সম্পাদক সমিত ভৌমিক, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমিন ও সদস্য জাহিনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহত জবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি বনিক বার্তার জবি প্রতিনিধি সামি সরকার, ইত্তেফাকের জবি সংবাদদাতা আহসান জোবায়ের ও ডেইলি সান পত্রিকার সাংবাদিক কবির হোসেনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, সাংবাদিক হিসেবে চেনার পরও ছাত্রলীগের কর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির আবেদন করেছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রোনিয়া সুলতানা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসুচি শেষের দিকে ছাত্রলীগ কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ঐক্যজোটের ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় উপার্চাযের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৮/আশরাফুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়