ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জবিতে প্রশ্নপত্র জালিয়াতি : তদন্ত কমিটি গঠন

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ১৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবিতে প্রশ্নপত্র জালিয়াতি : তদন্ত কমিটি গঠন

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র জালিয়াতির অভিযোগ তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোবরার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা গ্রহণের পূর্বে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় তা বিভিন্ন গণমাধ্যমের প্রকাশ হয়। বিষয়টি খতিয়ে দেখে একটি তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য আইন বিভাগের অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলো ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। কমিটিকে ৭ কার্যদ‌িবসে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৫ অক্টোবর ২০১৭/আশরাফুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়