ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জরিমানা মওকুফে সন্তুষ্টি ট্যানারি মালিকরা

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জরিমানা মওকুফে সন্তুষ্টি ট্যানারি মালিকরা

নিজস্ব প্রতিবেদক : নির্ধারিত সময়ে হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় জরিমানা মওকুফ করে ৫০ হাজার টাকা নির্ধারণ করায় আপিল বিভাগের রায়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন ট্যানারি মালিকরা।

রোববার পরিবেশের ক্ষতি হিসেবে হাজারীবাগের ১৫৪ ট্যানারি মালিককে জরিমানার ৩০ কোটি ৮৫ লাখ টাকা মওকুফ করেন আপিল বিভাগ। এ রায়ের পর ট্যানারি মালিকরা সন্তুষ্টি প্রকাশ করেন।

তারা বলেন, ‘৩০ কোটি টাকা মওকুফ করার জন্য আদালতকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর যে টাকা আমাদের দিতে হবে তা আমাদের শ্রমিকদের কল্যাণেই ব্যয় করা হবে। বলতে গেলে আমরা একটি বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেলাম।’

এদিকে হাজারীবাগে ট্যানারি কারখানার সকল সেবা সংযোগ বিচ্ছিন্ন করার ফলে ক্ষতিপূরণসহ বেশ কয়েকটি দাবি আদায়ে আগামীকাল হাজারীবাগে ট্যানারি মালিক-শ্রমিকরা জনসভা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ।



রাইজিংবিডি/ঢাকা/৯ এপ্রিল ২০১৭/নাসির/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়