ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জলবায়ু পরিবর্তনে অবর্ণনীয় দুর্ভোগে বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জলবায়ু পরিবর্তনে অবর্ণনীয় দুর্ভোগে বিশ্ব

জলবায়ু পরিবর্তনজনিত কারণে অবর্ণনীয় দুর্ভোগের কবলে পড়ছে বিশ্বের মানুষ। বৈশ্বিক সমাজে তিনটি রূপান্তর না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ অব্যাহত থাকবে।

১৫৩টি দেশের ১১ হাজারেরও বেশি বিজ্ঞানী এক সমষ্টিগত বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছেন।

বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ৪০ বছর পূর্তি উপলক্ষে বিজ্ঞান বিষয়ক সাময়িকী বায়োসায়েন্সে বিজ্ঞানীদের এই বিবৃতি প্রকাশিত হয়েছে। ১৯৭৯ সালে বিশ্বে প্রথম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

বিবৃতিতে বিজ্ঞানীরা বলেন, ‘আমরা স্পষ্টভাবে ও সমস্বরে ঘোষণা করছি, বিশ্ব এখন জলবায়ু জরুরি অবস্থার মুখোমুখি। টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদেরকে অবশ্যই জীবনধারা বদলাতে হবে। এর মধ্যে আমাদের বৈশ্বিক সমাজের ধারা পরিবর্তন এবং  প্রাকৃতিক বাস্তুব্যবস্থার মধ্যে মিথস্ক্রিয়া রয়েছে।’

সময়ক্ষেপণের সুযোগ নেই উল্লেখ করে বিজ্ঞানীরা বলেছেন, ‘জলবায়ু সংকট চলে এসেছে এবং অধিকাংশ বিজ্ঞানীর প্রত্যাশার চেয়ে দ্রুত এটি পরিবর্তন হচ্ছে। এটি প্রত্যাশার চেয়েও বেশি তীব্র, প্রাকৃতিক বাস্তুব্যবস্থার হুমকিস্বরুপ এবং মানবতার ভাগ্য।’

পরিস্থিতি বদলাতে বিজ্ঞানীরা বলেছেন, জনসংখ্যা বৃদ্ধি রোধ, জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ, বনায়ন ধ্বংষ বন্ধ এবং মাংস খাওয়া কমাতে হবে।

বিবৃতির সহলেখক সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. থমাস নিউসাম বলেছেন, ‘বিস্তৃত সূচকগুলোর ওপর নজরদারি প্রয়োজন, যার মধ্যে রয়েছে জনসংখ্যার বৃদ্ধি,মাংস আহার, বৃক্ষছায়া হ্রাস, বিদ্যুৎ ব্যবহার,জীবাশ্ম জ্বালানি ভর্তুকি এবং চরম আবহাওয়াজনিত দুর্যোগে বার্ষিক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়