ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘জাতির পিতাকে হত্যা একটি করুণ ইতিহাস’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জাতির পিতাকে হত্যা একটি করুণ ইতিহাস’

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, জাতির পিতাকে হত্যা একটি করুণ ইতিহাস। আমরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি সেই পাকিস্তানিদের হাতে বঙ্গবন্ধু মারা যাননি, তিনি মারা গেলেন আমাদের বাঙালিদের হাতে। কত বড় অকৃতজ্ঞ আমরা।’

জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার  রাজধানীর মতিঝিলে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব রীনা পারভীন। বক্তব্য রাখেন বিজেএমসির মহাপরিচালক শামসুল আলম। স্মরণসভায় বিজেএমসি ও মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, ‘১৯৭৫ সালের পর ২১টি বছর অনেকে বঙ্গবন্ধুর নামই নেয়নি। অনেকে আবার ভয়েও নাম বলেনি। এমনও হয়েছে চাকরিতে অনেক মুক্তিযোদ্ধা সার্টিফিকেট শো করেননি। এই ছিল অবস্থা।’

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বঙ্গুবন্ধুর ছয় দফার মধ্যে আমাদের পাটের কথা রয়েছে। সেখানে তিনি বলেছেন, আমাদের পাটের টাকা দিয়ে রাওয়ালপিন্ডি থেকে ইসলামবাদ পর্যন্ত হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। আর পূর্ববাংলা অবহেলিত। আমরা না খেয়ে মরছি।’

বিশেষ অতিথির বক্তব্যে রীনা পারভীন বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ তার ৪৪তম শাহাদত বার্ষিকী। এই দিনে শোককে শক্তিতে পরিণত করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন আজ তার কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

সভাপতির বক্তব্যে শাহ মোহাম্মদ নাসিম বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ২১ বছর বঙ্গবন্ধুর অবদানের কথা বলা যেত না। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ঘাতকদের বিচারের আওতায় এনে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।’


রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়