ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জাতীয় দলের ফেরার বড় সুযোগ বলছেন ইমরুল

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ৩ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় দলের ফেরার বড় সুযোগ বলছেন ইমরুল

আব্দুল্লাহ এম রুবেল : বিশ্বকাপে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই সময়ে দেশের মাটিতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে প্রস্তুত বাংলাদেশ ‘এ’ দল।

দুই দলের মধ্যে সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি আগামী ৫ জুলাই থেকে শুরু হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে পুরো সিরিজ জিততে চায় বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে এ কথা জানান দলের অধিনায়ক ইমরুল কায়েস। জানিয়েছেন নিজের পরিকল্পনার কথাও। এই সিরিজে ভালো করেই জাতীয় দলে ফিরতে চান তিনি। 

যারা জাতীয় দলের বাইরে আছেন তাদের জন্য এই সিরিজটি বড় একটি সুযোগ জানিয়ে ইমরুল বলেন, ‘এই মুহুর্তে ডমেস্টিকে আমাদের কোন খেলা নেই, এখানেই আমাদের এখন ভালো সুযোগ, এখানে যদি আমরা ভালো করতে পারি, তাহলে হয়তো জাতীয় দলে আরও একটা সুযোগ থাকবে। অনেকদিন খেলার মধ্যে না থাকলে আসলে স্কিল, ফিটনেস ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে বিসিবি আমাদের জন্য অনেক বড় একটা পদক্ষেপ নিয়েছে এ ধরনের একটা খেলার আয়োজন করে। আমি খুবই আশাবাদী যে, এখান থেকে ইনডিভিজুয়ালি সবাই ভালো কিছু করবে।’

 

বিশ্বকাপের দলে বেশ ভালোভাবেই আলোচিত ছিল ইমরুলের নাম। শেষ পর্যন্ত জায়গা হয়নি দলে। তবে এই সিরিজকে ঘিরে নিজেরও লক্ষ্য ঠিক করে রেখেছেন তিনি। বলেন, এটা আমার জন্য বড় একটা সুযোগ এবং চ্যালেঞ্জেরও। আমি ভালো কিছু করলে সিলেকশনেও অনেক কিছু সহজ হয়ে যায়। এখানে ভালো করতে পারলে, সামনে অনেক টেস্ট ম্যাচ আছে, অনেক সিরিজ আছে, হয়তো বা সেখানে সুযোগ হতে পারে। আমি আসলে মেন্টালি সেভাবেই রেডি হয়েছি ভালো কিছু করার আশায়।’

ব্যাক্তিগত পারফরম্যান্সের মতো দলগত পারফরম্যান্সেও চোখ আছে অধিনায়ক ইমরুলের। দল নিয়েও আশাবাদী, যদিও জাতীয় দলের বাইরে থাকা আরেকটি দল ভারতে যাচ্ছে, তবুও এই দলটা ভালো করতে প্রত্যয়ী বলেন জানান তিনি। বলেন, ‘হ্যাঁ একটা দল ভারতে যাচ্ছে, তবে আমাদের দলটাও বেশ অভিজ্ঞ। এখানে বিজয় আছে, রকিবুল আছে, পেস বোলিংয়ে কামরুল ইসলাম রাব্বী আছে। সব মিলিয়ে এরা অভিজ্ঞ। এরা জানে কিভাবে ফোরডে ক্রিকেট খেলতে হয়, কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে। আমার মনে হয়, একটা টিম ইন্ডিয়া যাচ্ছে, ওই টিমেও অনেক ভালো ক্রিকেটার আছে, এখানেও যারা আছে তারাও অনেক ভালো ক্রিকেটার।’’

এই দল নিয়ে পুরো আশবাদী ইমরুল জানান, ‘আমরা সিরিজ জয়ের জন্যই খেলব। যদিও প্রতিপক্ষ আমাদের অচেনা। তবে আমরা জানি আমাদের কাজটা কি? একটা একটা ম্যাচ ধরে পুরো সিরিজেই জিততে চাই আমরা।’

 

উল্লেখ্য, বাংলাদেশ ‘এ’ দল ও আফগানিস্তান ‘এ’ দল দুইটি চারদিনের ম্যাচ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি আগামী ৫ জুলাই থেকে অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। এরপর ১২ জুলাই থেকে চট্টগ্রামে দ্বিতীয় চারদিনের ম্যাচ। একই ভেন্যুতে ১৯, ২১ ও ২৪ জুলাই প্রথম তিনটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ জুলাই সাভারের বিকেএসপিতে। 

১৪ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল : ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক বিজয়, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, কামরুল ইসলাম রাব্বি, রকিবুল হাসান, তানবীর হায়দার চৌধুরী, সানজামুল ইসলাম, জাকের আলী অনিক, সালাউদ্দিন শাকিল, নাঈম শেখ, ইরফান হোসেন, সুমন খান, তানভিরুল ইসলাম।


রাইজিংবিডি/খুলনা/৩ জুলাই ২০১৯/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়