ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাতীয় নারী দলের ক্রিকেটার সালমা হাসপাতালে

আব্দুল্লাহ এম রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১৯ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় নারী দলের ক্রিকেটার সালমা হাসপাতালে

জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় সালমা খাতুন

আব্দুল্লাহ এম রুবেল : বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ও সাবেক অধিনায়ক সালমা খাতুন অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জাতীয় মহিলা ক্রিকেট দলের ভারত সফর শেষে গত  রোববার দেশে ফেরে। গতকাল মঙ্গলবার খুলনায় ফিরেই খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। 

সালমার কোচ ইমতিয়াজ হোসেন পিলু সন্ধ্যায় তাকে হাসপাতালে দেখতে যান। তিনি জানান, সকাল থেকেই পেটে ব্যাথা করতে থাকে তার। পেটে ব্যাথা বাড়লে তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

গাজী মিজানুর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ গাজী মিজানুর রহমান বলেন, ‘জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন গতকাল ভারত থেকে দেশের ফেরার পথেই কিডনিতে ব্যাথা অনুভব করেন। তিনি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি হলে তাৎক্ষণিকভাবে বিশেষজ্ঞ চিকিৎসক দেখে জানিয়েছেন- তার কিডনিতে ইনফেকশন হতে পারে। সে জন্য কয়েকটি টেস্ট করানো হয়েছে। পরীক্ষার ফলাফল পেলে নির্দিষ্ট করে বলতে পারব। তবে ভয়ের কিছুই নেই। একাধিক চিকিৎসকের নিবীড় পর্যবেক্ষণে রয়েছেন ক্রিকেটার সালমা খাতুন।’



রাইজিংবিডি/খুলনা/১৯ ডিসেম্বর ২০১৭/রুবেল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়