ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাতীয় মুক্তিযোদ্ধা ফোরামের আত্মপ্রকাশ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় মুক্তিযোদ্ধা ফোরামের আত্মপ্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক : মুক্তিযোদ্ধাদের স্বার্থ ও অধিকার সংরক্ষণে ‘জাতীয় মুক্তিযোদ্ধা ফোরাম’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

বুধবার রাতে অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেনকে আহ্বায়ক, আ. সামাদ পিন্টু ও রুহুল আমিন মজুমদারকে যুগ্ম আহ্বায়ক এবং  মো. শাহজাহান কবির বীর প্রতীককে সদস্য সচিব করে সংগঠনটির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা ফোরাম জানায়, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের বিবিধ সমস্যা সমাধান ও বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিয়ে বুধবার বিকেলে তোপখানা রোডের একটি কার্যালয়ে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনা শেষে রাতে নতুন সংগঠনের মাধ্যমে মুক্তিযোদ্ধা-জনতার কল্যাণার্থে কর্মপ্রয়াস অব্যাহত রাখার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।


রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়