ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাতীয় শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক কর্মশালা বুধবার

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক কর্মশালা বুধবার

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে ‘জাতীয় শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত হবে।

বুধবার সকাল ১১টায় এনবিআরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এ কর্মশালা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সভাপতিত্ব করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান  বলেন, আইন প্রয়োগের এই মাসে দুর্নীতি পরায়ন কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিররোগ নিরাময়ে ও  রাজস্ব সংশ্লিষ্ট দুর্নীতি প্রতিরোধে এনবিআর দুদকের সঙ্গে এক হয়ে কাজ করবে। যেখানে দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি ও দুর্নীতিবাজদের দুর্নীতি নামের রোগ নিরাময় করা হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়