ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের জন্য আলাদা চাকরিবিধি দাবি

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের জন্য আলাদা চাকরিবিধি দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতীয়করণের আওতাভুক্ত কলেজের শিক্ষকদের জন্য আলাদা চাকরিবিধির দাবি জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিটের নেতারা।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ দাবি করেন সমিতির নেতারা।

এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া মন্ডল, উপাধক্ষ্য প্রফেসর ড. মফিজউদ্দিন মোল্লা, সরকারি কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সম্পাদক আব্দুল জলিল, ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধান প্রফেসর আবুল খায়ের মো. আব্দুল মজিদ, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সামশুল আলম, সাংবাদিক এস এম জসিম উদ্দিন, তানভীর হাসান তানু, জিয়াউল রহমান বকুল।

সমিতির নেতারা বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের স্বার্থ ও মর্যাদা সুরক্ষায় বে-সরকারি কলেজ জাতীয়করণ প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনার কার্যকর প্রতিফলন চান।

সংশ্লিষ্ট কলেজসমূহে কর্মরত শিক্ষকদের জন্য পৃথক নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি, পরিচালনাসহ তাদের ক্যাডার বহির্ভূত করে চাকরির শর্ত নির্ধারণপূর্বক নীতিমালা প্রণয়ন প্রক্রিয়াটি বাস্তবায়নের আহ্বান জানান তারা।



রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১৬ জানুয়ারি ২০১৭/তানভীর হাসান তানু/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়