ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জানুয়ারিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৪৪ শতাংশ

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জানুয়ারিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৪৪ শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে বিদেশিদের শেয়ার কেনা বেড়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে বিদেশি পোর্টফোলিওতে নিট বিনিয়োগ বেড়েছে ১৮৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার বা ৪৩.৭৮ শতাংশ।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য মাসে বিদেশি পোর্টফোলিওতে ১ হাজার ৩৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার কেনার পরিমাণ ছিল বেশি।

দেখা গেছে, পোর্টফোলিওতে শেয়ার ক্রয় হয়েছে ৬১১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। এর বিপরীতে বিক্রি হয়েছে ৪২৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে শেয়ার কেনার পরিমাণ বেড়েছে প্রায় ৪৪ শতাংশ।



রাইজিংবিডি/ঢাকা/২ ফেব্রুয়ারি ২০১৭/আশিক/হাসান/সাইফ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়