ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জাপানে নববর্ষে পথচারীদের ওপর ভ্যান হামলা, আহত ৮

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৩, ১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপানে নববর্ষে পথচারীদের ওপর ভ্যান হামলা, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের রাজধানী টোকিওতে একটি ব্যস্ত সড়কে নববর্ষ উদযাপনকালে পথচারীদের ওপর ভ্যান গাড়ি উঠিয়ে দিয়েছে এক হামলাকারী। এতে আটজন আহত হয়েছেন।

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে টোকিওর হারাজুকু ফ্যাশন জেলার তাকেশিতা সড়কে এ হামলায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার সময় ওই সড়ক দিয়ে বহু পথচারী নববর্ষে প্রার্থনার জন্য প্যাগোডায় যাচ্ছিলেন। হামলার পর ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ওই হামলাকারীর উদ্দেশ্য ছিল হত্যা করা।

গ্রেপ্তারকৃত হামলাকারী ২১ বছর বয়সি কাজুহিরো কুসাকাবে বলে জানা গেছে।

পুলিশ স্থানীয় এনএইচকে টিভিকে জানিয়েছে, গ্রেপ্তারকৃত কাজুহিরো প্রথমে জানায়, সে সন্ত্রাসী হামলা চালিয়েছে। তবে পরে বলে যে, তার মৃত্যুর উদ্দেশ্য ছিল। তবে তার কথায় স্পষ্ট হওয়া যায়নি যে, সে অন্যকে হত্যা করতে চেয়েছিল নাকি নিজের মৃত্যুদণ্ড চেয়েছিল।

উল্লেখ্য, তাকেশিতা সড়ক কেনাকাটার জন্য খুবই জনপ্রিয়। এটি ফ্যাশন নির্ভর ও যুব সংস্কৃতি সম্পর্কিত। অনেক পর্যটকের কাছেও এটি খুব জনপ্রিয় শপিং এলাকা।

তথ্য : বিবিসি



রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ