ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাপানে ৫৩৪ মিলিয়ন ডলার ‘ডিজিটাল মুদ্রা’ চুরি

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ২৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপানে ৫৩৪ মিলিয়ন ডলার ‘ডিজিটাল মুদ্রা’ চুরি

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের অন্যতম শীর্ষ ডিজিটাল মুদ্রা বিনিময়কারী একটি প্রতিষ্ঠান দাবি করেছে, তাদের ইন্টারনেট নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়ে ৫৩৪ মিলিয়ন ডলার সমপরিমাণের ভার্চুয়াল মানি চুরি করা হয়েছে।

এ ঘটনার পর কয়েনচেক ইনকরপোরেশন নামে প্রতিষ্ঠানটি তাদের নেটওয়ার্কে সব ধরনের ক্রিপ্টো-কারেন্সি সঞ্চয় ও উত্তোলন বন্ধ করে দেয়। তবে বিটকয়েন লেনদেন চলছে।

এই ঘটনা যদি সত্যি হয়, তাহেল ডিজিটাল মুদ্রা ব্যবস্থায় সবচেয়ে বড় চুরির ঘটনা হবে এটি। জাপানের একই ধরনের আরেক কোম্পানি ম্যাটগক্স-এর নেটওয়ার্ক থেকে ২০১৪ সালে ৪০০ মিলিয়ন ডলার চুরি হয় এবং তারপর কোম্পানিটি আর ঘুরে দাঁড়াতে পারেনি।

চুরি যাওয়া ভার্চুয়াল মুদ্রা বিনিময়ের সময় তাদের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ইন্টারনেটের ‘হট ওয়ালেট’-এ ছিল। তবে ইন্টারনেটের অফলাইনে ‘কোল্ড ওয়ালেট’-এ এগুলো সংরক্ষিত থাকে।

কয়েকচেক জানিয়েছে, অর্থ কোথায় পাঠানো হয়েছে, তার ডিজিটাল ঠিকানা তাদের কাছে আছে। এ ছাড়া বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, তা নিয়ে কাজ শুরু করছে তারা।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৮/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়