ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জামায়াত নেতা আজিজুল ইসলাম কারাগারে

ইয়াছিন মোহাম্মদ সিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামায়াত নেতা আজিজুল ইসলাম কারাগারে

নীলফামারী প্রতিনিধি : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্ষদের নির্বাহী সদস্য ও  নীলফামারী জেলা আমির আজিজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আজিজুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা গ্রামের বাচ্চাই মামুদের ছেলে। ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটানোর মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। পুলিশ জানান, তিনি দীর্ঘ তিন বছর ধরে পলাতক ছিলেন। 

২০১৪ সালে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জলঢাকা উপজেলার ব্রাক্ষণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, ব্যালট বাক্স ছিনতাই ও বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার এ জামায়াত নেতাকে একমাত্র নামীয় আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। পুলিশ গত বছর এ মামলার চার্জশিট দাখিল করে।



রাইজিংবিডি/নীলফামারী/২১ মার্চ ২০১৭/ইয়াছিন মোহাম্মদ সিথুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়