ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জামায়াত-শিবির সংকট তৈরির চেষ্টা করবে

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামায়াত-শিবির সংকট তৈরির চেষ্টা করবে

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে অর্থনীতির গতি ব্যাহত হওয়ার পাশাপাশি এটাকে ইস্যুকে করে জামায়াত-শিবির বিভিন্ন সংকট তৈরির চেষ্টা করবে  বলে আশঙ্কা করেছেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্যবাদী দল (এমএল) আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

দিলিপ বড়ুয়া বলেন, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে অর্থনীতির গতি ব্যাহত হবে। তাই দেশকে শিল্প সমৃদ্ধ করতে হলে গ্যাস বিদ্যুতের দাম স্থিতিশীল রাখতে হবে।

তিনি বলেন, দেশ যখন উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে ঠিক তখনই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। যা জনগণের ওপর এক প্রকার বোঝা।

সাবেক এই মন্ত্রী বলেন, গ্যাস শিল্পের সঙ্গে জড়িত কিছু অসাধু কর্মকর্তা অবৈধভাবে বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ দিয়েছেন। সেগুলো বন্ধ করে তাদের বিচারের আওতায় নিয়ে এলে গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রয়োজন হবে না।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের ঢাকা মহনগরের সাধারণ সম্পাদক বাবুল বিশ্বাস, বাংলাদেশ যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আমিনুল করিম, সভাপতি মুসাহিদ আহমেদ প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/হাসিবুল/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়