ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জামিন পাননি কল্যাণ কোরাইয়া

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামিন পাননি কল্যাণ কোরাইয়া

নিজস্ব প্রতিবেদক : প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলামকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিনেতা ও মডেল কল্যাণ কোরাইয়া জামিন পাননি।

রোববার কল্যাণ কোরাইয়ার পক্ষে তার আইনজীবী ফারুক মিয়া জামিনের আবেদন করেন।

জামিনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী প্রশান্ত কর্মকার, এম এ জলিল উজ্জ্বল ও শুভ্র সিনহা রায় রনি।

গত ১১ জানুয়ারি কল্যাণ কোরাইয়ার রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। জিজ্ঞাসাবাদ সংক্রান্ত পুলিশি প্রতিবেদন আদালতে না আসায় ও কোরাইয়া আগের আইনজীবীর অনুমতি না নিয়ে নতুন আইনজীবী নিয়োগ করায় তারা জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ প্রতিবেদন ও কোরাইয়ার আগের আইনজীবীর এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) প্রাপ্তি সাপেক্ষে জামিন শুনানির নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির উল্টো দিকের রাস্তায় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন জিয়া ইসলাম। ওই ঘটনায় ১০ জানুয়ারি দৈনিক প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক অবসরপ্রাপ্ত মেজর সাজ্জাদুল কবীর বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন। সেদিনেই কল্যাণ কোরাইয়াকে গ্রেপ্তার করে কলাবাগান থানা পুলিশ।



রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৭/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়