ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জামিনের শর্ত লঙ্ঘন : অ্যাসাঞ্জের ৫০ সপ্তাহের জেল

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামিনের শর্ত লঙ্ঘন : অ্যাসাঞ্জের ৫০ সপ্তাহের জেল

আন্তর্জাতিক ডেস্ক : জামিনের শর্ত লঙ্ঘন করায় উইকিলিকসের সহপ্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ৫০ সপ্তাহের জেল দেওয়া হয়েছে।

গত মাসে যুক্তরাজ্যে ইকুয়েডর দূতাবাস থেকে গ্রেপ্তার হওয়ার পর জামিনের শর্ত লঙ্ঘনে দোষী পাওয়া যায় অ্যাসাঞ্জকে।

২০১২ সালে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন অ্যাসাঞ্জ।  যৌন হয়রানির অভিযোগে মামলায় সুইডেনে প্রত্যাবর্তন এড়াতে তিনি ওই দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। অবশ্য নিজের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন অ্যাসাঞ্জ।

বুধবার সাউথওয়ার্ক কাউন কোর্টের জনাকীর্ণ এজলাসে অ্যাসাঞ্জ তার কর্মকাণ্ডে কেউ অসম্মানিত হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, ‘ওই সময় আমি যা সর্বোত্তম ভেবেছিলাম কিংবা শুধু যা আমি করতে পারতাম তা-ই করেছিলাম।’

যুক্তি-তর্ক উপস্থাপনে অ্যাসাঞ্জের আইনজীবী মার্ক সামার জানান, তার মক্কেল ভয় পেয়ে গিয়েছিলেন যে, তাকে হয়তো উইকিলিকস ওয়েবসাইটে গোপন নথি প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়া হতে পারে।

তথ্য : বিবিসি

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়