ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জার্মান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাচ্ছেন প্রফেসর আলমগীর

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জার্মান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাচ্ছেন প্রফেসর আলমগীর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর জার্মানির ওয়েমার বা’হস বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার বিকেলে ইউজিসির জনসংযোগ কর্মকর্তা ড শামসুল আরেফিন এই তথ্য জানিয়ে বলেন, ‘জার্মানির ওয়েমার বা’হস বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন কর্মসূচিতে অংশ নিতে তিনি আগামীকাল (শুক্রবার) জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

ড শামসুল আরেফিন জানান, বিশ্বের অন্যান্য দেশ থেকে আগত প্রতিনিধিবর্গের সঙ্গে প্রফেসর আলমগীরও যোগ দিচ্ছেন। সেখানে তিনি জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক একটি সেমিনারে অংশ গ্রহণ করবেন। গবেষণা সহযোগিতা এবং বৈশ্বিক বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা ও উত্তরণের উপায় এ সেমিনারে উঠে আসবে বলে ধারনা করা হচ্ছে।

এছাড়া, নতুন নতুন বহুমুখী বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প নিয়ে তিনি সেখানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করবেন। বুহাউস-ইউনিভার্সিটি ওয়েমারের শতবর্ষ উৎযাপন ও আন্তর্জাতিক সেমিনারটি আগামী ১০ থেকে ১৯ জুলাই এ অনুষ্ঠিত হবে।

প্রফেসর আলমগীর-এর গবেষণার বিষয় বিভিন্ন ধরনের বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু ইত্যাদি।


রাইজিংবিডি/ ঢাকা/৪ জুলাই ২০১৯/হাসিবুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়