ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাহাজে পানির পাইপ ফেটে বিদেশি নাগরিকের মৃত্যু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাহাজে পানির পাইপ ফেটে বিদেশি নাগরিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ‘এমভি কাব্যনিলয়’ নামের একটি জাহাজে গরম পানির পাইপ ফেটে বারসেল কায়েস (৬০) নামে এক বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে এ দুর্ঘটনা ঘটে।

বারসেল কায়েস  ইউক্রেনের নাগরিক এবং জাহাজে শিপিং ক্রু হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নায়েক কাঞ্চন বড়ুয়া বলেন,  বন্দরের বহির্নোঙ্গরে এমভি কাব্যনিলয় নামে একটি জাহাজে গরম পানির পাইপ ফেটে ইউক্রেনের নাগরিক বারসেল কায়েস নামের এক ব্যক্তির শরীর ঝলসে যায়। শিপিং এজেন্টের লোকজন মুমূর্ষু অবস্থায় বিকেল সাড়ে চারটায় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২২ ফেব্রুয়ারি ২০১৭/রেজাউল করিম/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়