ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জিএম কাদেরের পক্ষে রংপুরের অনেক নেতা

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিএম কাদেরের পক্ষে রংপুরের অনেক নেতা

জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করায় রংপুরের কয়েক জন নেতা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা জিএম কাদেরকে সমর্থন করেছেন। 

আজ ঢাকার এক সংবাদ সম্মেলনে দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণা করে জিএম কাদেরকে পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

সংসদের বিরোধীদলের উপনেতা রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণার পর পাল্টা সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির ঘোষিত চেয়ারম্যান জি এম কাদের এমপি। তিনি বলেন, পার্টির নিয়মের বাইরে কেউ কাউকে চেয়ারম্যান ঘোষণা করতে পারে না। যে কেউ একজন ঘোষণা করলেই হবে না।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘‘জিএম কাদেরই দলের চেয়ারম্যান। রংপুরে রওশন এরশাদের অস্তিত্ব নেই। তৃণমূলসহ জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা জিএম কাদেরকে চেয়ারম্যান মানেন।’’

তিনি বলেন, ‘‘তাকে গঠনতন্ত্র অনুযায়ী এইচ এম এরশাদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। দল নিয়ে ষড়যন্ত্র করা হলে তা মেনে নেয়া হবে না।’’ 

রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শিল্পপতি ফখর-উজ-জামান জাহাঙ্গীর বলেন, ‘‘রওশন এরশাদের সঙ্গে গুটি কয়েক সুবিধাবাদী নেতা ছাড়া ত্যাগী নেতাকর্মীরা নেই। জিএম কাদের ও হুসেইন মুহম্মদ এরশাদ রংপুরের সন্তান। আমরা পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে আছি।’’

যদি দল নিয়ে ষড়যন্ত্র চলতে থাকে, তবে তারা আন্দোলন করে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবেন বলে জানান তিনি।

কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘‘যারা দলকে ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, আমরা তাদের সঙ্গে নেই। অনেক সংগ্রাম ও ত্যাগে গড়া জাতীয় পার্টিকে ধ্বংস হতে দেব না।’’

বর্তমানে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির আহমেদ বলেন, ‘‘জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এরশাদ জিএম কাদেরকে দলের চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে গেছেন। এই দায়িত্ব অবমাননা করার ক্ষমতা কারো নেই।’’


রাইজিংবিডি/রংপুর/৫ সেপ্টেম্বর ২০১৯/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়