ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জিএম কাদেরের সঙ্গে ফুল দিতে না পারায় নেতাদের ক্ষোভ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিএম কাদেরের সঙ্গে ফুল দিতে না পারায় নেতাদের ক্ষোভ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিনে বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের আকস্মিক কর্মসূচিতে অংশ নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন নেতা-কর্মীরা।

এ নিয়ে প্রকাশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে অনেকেই বিভিন্ন পোস্ট দিয়েছেন। নেতারা বিষয়টিকে হাস্যকর বলেও মন্তব্য করেছেন।  শুধু তাই নয়, করোনাভাইরাসের কারণে এরশাদের জন্মদিনের সব কর্মসূচি বাতিল করার পর ঘোষণা ছাড়াই আবার কেন জিএম কাদেরকে এনে এই কর্মসূচি করা হলো?—তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়টি নিয়ে দলের কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় ও বনানীতে নেতা-কর্মীদের মধ্যে নানা আলোচনা দেখা গেছে। কর্মসূচি বাতিল করলে আবার কর্মসূচি কেন? আর কর্মসূচি যদি করতেই হয় তাহলে সবাইকে জানানো হলো না কেন?

শুক্রবার সকালে দলীয় প্রধানের এমন কর্মসূচিতে যেতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

দলের যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু তার ফেসবুক পেজে  লিখেছেন, ‘আমাদের সঙ্গে প্রতারণা করা হলো চেয়ারম্যান- আপনার কাছে প্রতারণার বিচার চাই।  প্রসঙ্গ- ফুল দেওয়া।’

গোলাম মোহাম্মদ রাজুর পোস্টে মন্তব্য করেন দলের আরেক যুগ্ম মহাসচিব বেলাল হোসেন। তিনি লিখেছেন, ‘কারা চেয়ারম্যান সাহেবকে এনেছেন তাদের নাম প্রকাশ করুন। ’ জবাবে গোলাম মোহাম্মদ রাজু লিখেছেন, ‘কে এনেছেন বড় কথা নয়, কর্মসূচির সিদ্ধান্তটা আমাদের জানাতে পারতেন। ’

দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম পাটোয়ারি এমপি লিখেছেন, ‘আমিও হতাশ। ’ দলের আরেক যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা লিখেছেন, ‘অফিসে আসেন বিচার হবে।’

স্বেচ্ছাসেবক পার্টির সহসভাপতি আবু সাইদ স্বপন লিখেছেন, আপনার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হোক।  দলের আরেক কেন্দ্রীয় নেতা রেজাউল করীম রেজা লিখেন, এই হলো রাজনীতি, বুঝতে পেরেছেন।  দলের প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম লিখেছেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা জানি ফুল দেওয়া হবে না, অথচ সকালে চিত্র দেখে অনেক কষ্ট পেয়েছি।  জিল্লুর রহমান নামের এক নেতা লিখেছেন, এসব লিখলে পার্টিতে পদ থাকবে না। চেয়ারম্যানকে দেখিয়ে আপনার অর্জন শেষ করে দেবে।

করোনাভাইরাসের কারণে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিনের পূর্বনির্ধারিত সব কর্মসূচিই বাতিল করা হয়।  কিন্তু শুক্রবার সকালে জিএম কাদের কাকরাইলে চলে আসেন এবং বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।   এ সময় তার সঙ্গে দলের কো-চেয়ারম্যান ও দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়াসহ বেশকিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে দলের একজন প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন নেতা-কর্মীদের প্রাণ।  তার জন্মদিন পালনের জন্য সবার ব্যাপক প্রস্তুতি ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে রাতে কর্মসূচি বাতিল করা হলে এ নিয়ে নেতা-কর্মীদের মন খারাপ হয়, তারপরও মেনে নেন সবাই।  কিন্তু সকালে ফেসবুকে পার্টির চেয়ারম্যানের ফুল দেওয়া ও দোয়া মোনাজাতের ছবি দেখে অবাক হই।  মনটা আরো খারাপ হয়ে যাই।  নেতা-কর্মীরাও ফোন করে আমার কাছে ক্ষোভ প্রকাশ করেছেন।  কর্মসূচি যদি করতে হয় তাহলে সবাইকে জানানো হলে সমস্যা কোথায় ছিল?’

নেতা-কর্মীরা অভিযোগ করে বলেছেন, জিএম কাদেরের পুস্পস্তবক অর্পন, দোয়া-মোনাজাত ইত্যাদি কর্মসূচি দলের সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, পার্টির মহাসচিবসহ সিনিয়র নেতাদের জানানো হয়নি।  জানানো হয়নি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদেরও।  কয়েকজন নেতা দলের শৃঙ্খলা ভেঙে  পার্টির চেয়ারম্যানকে নিয়ে এসব বিতর্কিত কাজ করাচ্ছেন বলেও মাঠ পর্যায়ের নেতাদের অভিযোগ আছে।


নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়