ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জুয়েলারি শিল্পের জন্য নীতিমালা করা হবে

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ১ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুয়েলারি শিল্পের জন্য নীতিমালা করা হবে

অর্থনৈতিক প্রতিবেদক : জুয়েলারি শিল্পকে ব্যবসাবান্ধব করার লক্ষ্যে স্বর্ণ আমদানি ও জুয়েলারি শিল্পের জন্য নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ কালে তিনি এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, স্বর্ণ খাতের ব্যবসায়ীদের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে আমরা স্থির করেছি একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা হবে। যাতে এদেশে জুয়েলারি শিল্প বিকাশ লাভ করতে পারে এবং একই সাথে এই শিল্প বহির্বিশ্বেও রপ্তানি বাজার তৈরি করতে পারে।

নীতিমালা প্রণয়ন এই ক্যালেন্ডার বছরেই সমাপ্ত করা হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

দেশের স্বর্ণ ব্যবসায়ীদের দাবির প্রতি গুরুত্বারোপ করে এ নীতিমালা করার ওপর জোর দেওয়া হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/১ জুন ২০১৭/নাসির/এসএন 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়