ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জেএমবি কমান্ডার রাজীব গান্ধীর সহচর খালেক গ্রেপ্তার

ইয়াছিন মোহাম্মদ সিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেএমবি কমান্ডার রাজীব গান্ধীর সহচর খালেক গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির উত্তরাঞ্চলের কমান্ডার বর্তমানে বগুড়া কারাগারে বন্দী রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহচর আব্দুল খালেককে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।

নীলফামারী পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে তাকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরের করতোয়া ব্রিজের পশ্চিমে হিমাগার এলাকা হতে গ্রেপ্তার করে। আব্দুল খালেক দেবীগঞ্জের খুটামারা সর্দার হাট গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান নীলফামারী পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের ওসি শাহজাহান পাশা, সদর থানার ওসি বাবুল আকতার।

অশোক কুমার পাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য আব্দুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে ২০১৬ সালের ১৪ জুন নাশকতা ও সন্ত্রাসী হামলার একটি ঘটনার দায়ের করা মামলার পলাতক আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেবীগঞ্জের মঠ অধ্যক্ষ যজ্ঞেশ্বরসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আব্দুল খালেক। এ ছাড়া নিজেকে জেএমবির উত্তরাঞ্চলের কমান্ডার বর্তমানে কারাগারে বন্দী রাজীব গান্ধীর একান্ত সহচর বলেও জানিয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরের পর নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুল খালেক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দী দিয়েছেন। তার জবানবন্দী রেকর্ডের পর আদালত তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিলে পুলিশ তাকে কারাগারে পাঠায়।

 

 

 

রাইজিংবিডি/নীলফামারী/৩০ মার্চ ২০১৭/ইয়াছিন মোহাম্মদ সিথুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়