ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জেগে থাকা শহর যখন অন্ধকারে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেগে থাকা শহর যখন অন্ধকারে

আন্তর্জাতিক ডেস্ক : সারা পৃথিবীতে আলোর জন্য যে শহরটি সবচেয়ে বেশি পরিচিত সেই শহরটিই শনিবার রাতে ডুবে গিয়েছিল অন্ধকারে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটান ও আপার ওয়েস্ট সাইড এলাকার ৭৩ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন প্রায় কয়েক ঘন্টা।

বিশ্বের অন্যতম ব্যস্ত এই নগরী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে। সড়কের ট্রাফিক বাতি থেকে সুউচ্চ ভবনের লিফট সবই হঠাৎ করে বন্ধ হয়ে যায়। টাইম স্কয়ারে থাকা দৃষ্টিনন্দন বিলবোর্ডগুলো অন্যান্য দিন এই সময়ে আলো ছড়ালেও শনিবার ছিল আঁধারে ঢাকা। কয়েকটি সাবওয়ে ট্রেনের যাত্রী এক ঘণ্টারও বেশি সময় ধরে আটকা পড়েছিলেন। অধিকাংশই থিয়েটার হলগুলোতে নাট্যপ্রদর্শণী বন্ধ করে দেওয়া হয়।

 

বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান কন এডিসন জানিয়েছে, ম্যানহাটানের ৭০ হাজারেরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলেন। প্রায় পাঁচ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও জানিয়েছেন, নিউ ইয়র্ক পুলিশ বিভাগ নিশ্চিত করেছে কোনো হামলার কারণে এ ঘটনা ঘটেনি। ‘এটা যান্ত্রিক ত্রুটি ছিল।’

 

এর আগে ১৯৭৭ সালে নিউ ইয়র্কে বড় ধরণের বিদ্যুৎ বিপর্যয় হয়। ওই সময় শহরে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল


রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়