ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জেলা প্রশাসকের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ২৭ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেলা প্রশাসকের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

ভোলা সংবাদদাতা : ভোলায় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ ঠেকানো গেছে।

রোববার রাত ৯টার দিকে ভোলার দিদার মসজিদে বিবাহ পড়ানোর প্রস্তুতি চলাকালে বিষয়টি ভোলার জেলা প্রশাসককে অবহিত করা হলে তিনি তা বন্ধের নির্দেশ দেন।

পরে এসআই মোফাজ্জেলের নেতৃত্বে পুলিশের টিম গিয়ে বিবাহ বন্ধ করে দেয়। এ সময় শহরের দিদার মসজিদে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের মানিক মিয়ার মেয়ে রিক্তার (১৫) সঙ্গে ওই ইউনিয়নের ডাকাতিয়া চৌমুহনী এলাকার কাজী বাড়ির ছেলের বিয়ের আয়োজন চলছিল।

বিয়ের কাজী আব্দুল রহমানকে পুলিশ বললে তিনি বিবাহ পড়াতে অস্বীকৃতি জানান। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর সবার অগাচরে চলে যান।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ওসি মো. ছগির মিয়া জানান, বাল্যবিবাহের খবর পেয়ে তিনি এসআই মোফাজ্জেলের নেতৃত্বে পুলিশ পাঠিয়ে সেটি বন্ধ করেছেন। 



রাইজিংবিডি/ভোলা/২৭ আগস্ট ২০১৮/ফয়সল বিন ইসলাম নয়ন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়