ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঝাড়ু ও ফগিং মেশিন নিয়ে রাস্তায় মন্ত্রী-শিল্পীরা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝাড়ু ও ফগিং মেশিন নিয়ে রাস্তায় মন্ত্রী-শিল্পীরা

বিনোদন প্রতিবেদক: বর্তমানে আতঙ্কের এক নাম ডেঙ্গু। প্রতিদিন শতাধিক মানুষ এই রোগের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর বিস্তার রোধে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি হাতে নিয়েছে সরকার ও বিভিন্ন সংগঠন।

তারই ধারাবাহিকতায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আজ শুক্রবার র‌্যালি বের করা হয়। এতে অংশ নেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য সচিব আবদুল মালেক, চলচ্চিত্র প্রযোজক, চলচ্চিত্র পরিচালক, শিল্পী, কলাকুশলীসহ বিএফডিসির কর্মকর্তা-কর্মচারীরা।

এডিস মশা ধ্বংসের লক্ষ্যে জনসাধারণকে সচেতন করতে এই র‌্যালি বের করা হয় বলে জানা যায়। বিএফডিসি থেকে বের হয়ে এর আশে-পাশের কয়েকটি রাস্তা র‌্যালিটি প্রদক্ষিণ করে। 

এ সময় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও শিল্পীরা ঝাড়ু হাতে নিয়ে এফডিসি ও এর আশে-পাশের এলাকা পরিষ্কার করেন। এছাড়া মশা মারার ফগিং মেশিন দিয়ে মশা মারেন তারা।


রাইজিংবিডি/ঢাকা/২ আগস্ট ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়