ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ঝালকাঠিতে ধান সংগ্রহ অভিযান শুরু

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ২১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝালকাঠিতে ধান সংগ্রহ অভিযান শুরু

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে শুরু হয়েছে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান।

মঙ্গলবার দুপুরে জেলার নলছিটি উপজেলার খাদ্য গুদামে কৃষি বিভাগের তালিকাভুক্ত কার্ডধারী কৃষকরা ধান বিক্রি শুরু করেন। প্রথম দিনে এক টন ধান সংগ্রহ করেছে খাদ্য গুদাম কর্তৃপক্ষ। এ উপজেলা থেকে ১৫১ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।

ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইসমাত জাহান মিলি ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) এইচ এম আনোয়ার।

নলছিটি উপজেলার ৫ হাজার কৃষকের কাছ থেকে এ বছর সরাসরি ধান সংগ্রহ করবে সরকার।

 

 

রাইজিংবিডি/ঝালকাঠি/২১ মে ২০১৯/অলোক সাহা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়