ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঝালকাঠিতে শেষ হলো জেলা ইজতেমা

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝালকাঠিতে শেষ হলো জেলা ইজতেমা

মোনাজাতে মুসল্লিরা

ঝালকাঠি প্রতিনিধি : আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো ৩ দিনের জেলা ইজতেমা।

শনিবার দুপুরে আখেরি মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আখেরি মোনাজাতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

গত বৃহস্পতিবার সকালে ঝালকাঠি শহরের পৌর স্টেডিয়ামে ৩ দিনব্যাপী এই জেলা ইজতেমা শুরু হয়। এতে ঝালকাঠি ও আশপাশের এলাকা থেকে ৫০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। কাকরাইল মসজিদের মুরাব্বীয়ান মাওলানা মোশারফ আখেরি মোনাজাতে দোয়া পরিচালনা করেন।

এর আগে আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই ইজতেমা ময়দানে ভিড় বাড়তে থাকে মুসুল্লিদের। পরে দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার এই আঞ্চলিক পর্ব। ইজতেমা নির্বিঘ্ন করতে ময়দান জুড়ে নেওয়া হয়েছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

 

 

রাইজিংবিডি/ঝালকাঠি/৪ ফেব্রুয়ারি ২০১৭/অলোক সাহা/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়