ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ঝিনাইদহে ডেঙ্গুতে এক বৃদ্ধার মৃত্যু

রাজিব হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ২৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝিনাইদহে ডেঙ্গুতে এক বৃদ্ধার মৃত্যু

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ নারী মারা গেছেন।

মঙ্গলবার সকালে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই বৃদ্ধ নারী মারা যান। নিহত  বৃদ্ধার নাম সুফিয়া বেগম। তিনি উপজেলার বানুড়িয়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।

এ বিষয়ে ঝিনাইদহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. আয়ুব আলী জানান, বানুড়িয়া গ্রাম থেকে আসা সুফিয়া কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে সুফিয়ার মৃত্যু হয়। এতে আতঙ্কের কিছু নেই। চিকিৎসা নিলে এ রোগ ভাল হয়। এছাড়া হাসপাতালে কোন কিট সংকট নেই। 

এদিকে ঝিনাইদহের বিভিন্ন উপজেলাতে ২৪১ জন নারী-পুরুষকে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত করা হয়েছে। তার মধ্যে বর্তমানে সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৩৪ জন চিকিৎসাধীন রয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।


রাইজিংবিডি/ঝিনাইদহ/২৭ আগস্ট ২০১৯/রাজিব হাসান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়