ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টটেনহামের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে সিটি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৪, ১৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টটেনহামের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে সিটি

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে টটেনহাম হটস্পারের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ইতিহাদ স্টেডিয়ামে গতকাল টটেনহামকে আমন্ত্রণ জানায় ম্যানসিটি। এ ম্যাচে চ্যাম্পিয়নস লিগের বর্তমান রানার্সআপ টটেনহাম ২-২ গোলের সমতায় সিটির পয়েন্টে ভাগ বসিয়েছে।

ম্যাচের ২০ মিনিটের মাথায় রাহিম স্টার্লিংয়ের গোলে লিড নেয় স্বাগতিকরা। কেভিন ডি ব্রুইনের উঁচু করে বাড়ানো বল হেডে টটেনহামের জালে পাঠান তিনি। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিটিজেনরা। ২৩ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার এরিক লামেলার গোলে সমতায় ফেরে টটেনহাম।

৩৫ মিনিটে সিটিজেনদের লিড এনে দেন সার্জিও অ্যাগুয়েরো। কেভিন ডিব্রুয়েনার ক্রস থেকে বল জালে জড়ান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বিশ্রাম শেষে ম্যাচের ৫৬ মিনিটে টটেনহামকে সমতায় ফেরান লুকাস মাউরা। কর্নার থেকে হেড দিয়ে গোল করেন তিনি। ৬২তম মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভার শট ক্রসবারে লেগে ফিরলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় সিটির। ম্যাচের বাকিটা সময় ব্যবধান গড়ার মতো গোল দিতে পারেনি দু দলের কোনো খেলোয়াড়। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।


রাইজিংবিডি/ঢাকা/১৮ আগস্ট ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়