ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘টাইগারের’ দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘টাইগারের’ দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা

পাবনা প্রতিনিধি : দৈর্ঘ্য ৯ ফুট, উচ্চতা সাড়ে ৫ ফুট। ওজন ৪২ মণ। কালো আর সাদা রঙের সুঠাম স্বাস্থ্যের ষাঁড়টির নাম টাইগার। কোরবানির পশুরহাটে টাইগারের দাম হাঁকা হয়েছে ৩০ লাখ টাকা।

পাবনার চাটমোহর উপজেলার মিনারুল ইসলামের খামারে এই বিশালাকৃতির ষাঁড়টি দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে।

উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছোট গুয়াখড়া গ্রামের মৃত আলহাজ্ব আকুল প্রামাণিকের ছেলে মিনারুল ইসলাম (৪৪) এক বছর চার মাস আগে প্রতিবেশী এক বন্ধুর ১৫-১৬ মণ ওজনের গরুটি কিনে নেন। এরপর দেশীয় পদ্ধতিতে নিজের খামারে মোটাতাজা করা শুরু করেন। নাম দেন টাইগার। ফিজিয়ান জাতের গরুটির এখন ওজন ৪২ মণ।

মিনারুলের স্ত্রী জাকিয়া সুলতানা জানান, টাইগারকে দেখতে প্রতিদিন অনেক লোক আসে। চার জন শ্রমিক গরুটির দেখাশোনা করেন।

গরুটির দেখাশোনা করেন বারেক মোল্লা। তিনি বলেন, ষাড়টি শান্ত স্বভাবের। তবে লোকের ভিড় দেখলে রেগে যায়।

খামারি মিনারুল ইসলাম জানান, ষাড়টি যখন ১ লাখ ৪২ হাজার টাকায় কেনেন, তখন ওজন ছিল ১৫ থেকে ১৬ মণ। এখন দাম যাচ্ছেন ৩০ লাখ টাকা। কাঙ্ক্ষিত দাম পেলে ছেড়ে দেবেন।

জেলা প্রাণিসম্পদ বিভাগ সুত্র জানায়, কোরবানির উদ্দেশ্যে পাবনা জেলায় ২০ হাজার ৬৭৩টি খামারে গরু, ছাগল, ভেড়া, মহিষ মিলিয়ে ২ লাখ ১৮ হাজার পশু প্রস্তুত করা হয়েছে। তা জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব হবে।


রাইজিংবিডি/পাবনা/২৭ জুলাই ২০১৯/শাহীন রহমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়