ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টাঙ্গাইলে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা ও উপজেলার সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও রাইজিংবিডি ডটকমের উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব‌্য রাখেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, প্রশিক্ষক শাহ আলম সৈকত ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

প্রশিক্ষণে টাঙ্গাইল সদর ছাড়াও ভুঞাপুর, গোপালপুর ও ধনবাড়ি উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। শেষ প্রশিক্ষণার্ধীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এ কর্মশালার আয়োজন করে।

** টাঙ্গাইলে জাফর ওয়াজেদকে সংবর্ধনা


টাঙ্গাইল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়