ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

টানা নবম দিনে লেনদেন কমেছে ডিএসইতে

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টানা নবম দিনে লেনদেন কমেছে ডিএসইতে

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় পুঁজিবাজারে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা নবম দিনের মতো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৬৭৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের কার্যদিবসের তুলনায় ৬৮ কোটি ২ লাখ টাকা কম। আগের কার্যদিবসে ডিএসইতে ৭৪৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৩২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৪৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৫২ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। রোববার সিএসইতে ৪১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৪০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।



রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৭/আশিক/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়