ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টিআই দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করবে বুধবার

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ২৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টিআই দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করবে বুধবার

নিজস্ব প্রতিবেদক : বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থার ‘দুর্নীতির ধারণা সূচক’ (সিপিআই) ২০১৬ প্রকাশ করবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)।

এ উপলক্ষে আগামীকাল বুধবার সকাল ১০টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিশ্বব্যাপী একযোগে ওই সূচক প্রকাশ করা হবে।

২০১৫ সালে বিশ্বের ১৬৮টি দেশ ও  অঞ্চলের মধ্যে সিপিআই সূচকে ২৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভাল থেকে খারাপ) ১৩৯ নম্বরে ছিল। আর উল্টোভাবে হিসাব করলে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ ছিল ত্রয়োদশ স্থানে। গত বছর সূচকে ৯১ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতির দেশ ছিল ডেনমার্ক।  আর টিআইয়ের বিবেচনায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া ও উত্তর কোরিয়া, যার স্কোর ৮।  তালিকায় ২৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে গিনি, কেনিয়া, লাওস, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/এম এ রহমান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়